সিলেটের ভয়াবহ বন্যায় এবার ওলামায়েকেরামের ত্রাণ বিতরণ সাড়া ফেলেছে। দায়ী ওলামাগণ মানবতার কল্যাণে দরদ নিয়ে মাঠে নেমেছে। দাওয়াতের মাঠে পরিচিত মুখ শায়খ আহমাদুল্লাহর নেতিৃত্বে চলছে ত্রাণ বিতরণ। বন্যার্তদের জন্য ৭০০ মেট্রিক টন জরুরী ত্রাণ সামগ্রী কেনার কাজ শেষ হয়েছে। এগুলো ধাপে ধাপে বিতরণ করছে As sunnah Foundation। ইতোমধ্যে ৮৩.৫ টন ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল (২৩।৬।২০২২) রাতে সেনাবাহিনীর কাছে ১০০ মেট্রিক টন হস্তান্তর করা হচ্ছে। এদিকে ফাউন্ডেশনের অফিসে রাতের মধ্যে প্রস্তুত হচ্ছে ১০০ টন। পর্যায়ক্রমে মোট ৭০০ টন ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে ইন-শা-আল্লাহ। অবশিষ্ট মালামাল প্যাকেট করা হবে কাল ও পরশু। 🟩 মালামালের বিবরণ: ✅ ৩০০ টন চাল ✅ ৮০ টন খেজুর ✅ ৬০ টন ডাল ✅ ৬০ হাজার লিটার সয়াবিন তেল ✅ ৬০ টন লবন ✅ ৪০ হাজার প্যাকেট হলুদ-মরিচ ✅ ৪ টন ছাতু ✅ ১ টন শিশুখাদ্য (গুড়ো দুধ) ✅ ২০ টন চিড়া ✅ ৪০ হাজার লিটার পানি ✅ ১৩.৫ টন ভূসি ✅ ১০ হাজার মোমবাতি ✅ ১০ হাজার পিস এন্টিসেপ্টিক সাবান ✅ ১৮ হাজার মেডিসিন ✅ ইত্যাদি…